কলারোয়ার দুটি ইউনিয়নে ১০টাকা কেজির চাল বিক্রয়ের উদ্বোধন

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ “শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ও হেলাতলায় ইউনিয়নের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক ঘোষিত হতদরিদ্রের মাঝে সূলভ মূল্যে চাল বিক্রয় কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ও হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকৃুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কর্মসুচির শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলী আহম্মাদ, ফারুক হোসেন, মফিজউদ্দিন, উপজেলা ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন, আজগর আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি রামপ্রসাদ দত্ত, যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ওয়ার্ড সম্পাদক আনিছুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, ইউপি সচিব আবু সুফিয়ান, শাকদহ বাজারের ডিলার ইব্রাহিম হোসেন খান, হেলাতলা ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য আঃ সাত্তার, যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সহ-সভাপতি মতিয়ার রহমান, আঃ মালেক, কলিম ঘোরামী ব্রজবাকসা বাজারের ডিলার শফিকুল ইসলাম প্রমুখ।

এই ডিলারের মাধ্যমে প্রতি কেজি চাল ১০ টাকা দিয়ে কিনতে পারবেন। উলে¬খ্য-প্রতি কার্ড ধারী ১০টাকা কেজির চাউল ৩০কেজি নিতে পারবেন এবং প্রতি মাসে ৩০কেজি চাউল ্ওই ডিলারের কাছ থেকে কিনতে পারবেন।



মন্তব্য চালু নেই