কলকাতার নিউ মার্কেটে ভয়াবহ আগুন

কলকাতায় ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের ব্যস্ত সকালে নিউ মার্কেটের সিমপার্ক মল সংলগ্ন আলুপট্টি এলাকায় আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীরা আগুনের শিখা দেখতে পেয়ে দমকলে ফোন করেন। স্থানীয়দের অভিযোগ প্রায় ৪০ মিনিট বাদে দমকলের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু বাস্তবে আগুনের ভয়াবহতা যতটা ভাবা হয়েছিল, আগুনের প্রকোপ ছিল তার চেয়ে অনেক বেশি।

এর পর দমকলের আরও ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল দমকলবাহিনীকে। অক্সিজেন মাস্ক এবং আগুন নিরোধক পোশাক পরে দমকলের বিশেষ বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও একদম গায়ে লাগোয়া দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে এক দিকে আগুন নেভানো হলেও অন্য দিকে তা ছড়িয়ে পড়ছিল। এক দিকে মাছের বাজার, কাপড়ের দোকান, কেক-বিস্কুটের মতো প্রচুর অস্থায়ী দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখনও পর্যন্ত ১০০-র বেশি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে কলকাতা পুলিশ এবং ডিজ্যাস্টার ম্যানেজমেন্ট টিম এসে পৌঁছেছে। তারা স্থানীয় বাড়ি এবং অফিসগুলি থেকে বাসিন্দা কর্মচারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন। এ কাজে পুলিশকে সাহায্য করেন স্থানীয় মানুষেরা। কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা এবং দমকলের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। ঘণ্টাখানেক ধরে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও আগুনের উত্‍সস্থল পর্যন্তও পৌঁছতে পারা যায়নি বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কেও কিছু জানায়নি দমকল।



মন্তব্য চালু নেই