গুগলের জন্মদিন নিয়ে বিভ্রান্তি!

গুগলের ডুডল গুগলের ১৭ তম জন্মদিন পালন করছে আজ। এজন্য বিশেষ ডুডল প্রকাশ করা হয়েছে। যদিও গুগলের জন্মদিন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েই গেলো।

গুগলের হোমপেজে ডুডলের পক্ষ থেকে একটি পুরাতন ডেস্টটপ, লিনাক্স পেংগুইন, লাভা ল্যাম্প, সার্ভার, বেলুন এবং উপহারসামগ্রী দিয়ে সাজানো হয়েছে।

গুগলের ডোমেইন রেজিস্টেশন অনুযায়ী আজ গুগলের বয়স ১৮ বছর। অন্যদিকে ল্যারি পেজ এবং সারগে ব্রিন ১৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে গুগলের রেজিস্টেশন করে এর কার্যক্রম শুরু করেন।

যদিও এর আগে ১৯৯৬ সালে গুগলের যাত্রা শুরু হয়। সে হিসেবে গুগলের বয়স ১৯ বছর। তাই গুগলের জন্মদিন নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।

২০১৩ সালে গুগল ২৭ সেপ্টেম্বর ঘটা করে জন্মদিন পালন করে। এর আগেও ২০০৩ সালে গুগল ২৭ সেপ্টেম্বর জন্মদিন পালন করে। তারপর থেকে ২৭ সেপ্টেম্বরই গুগলের জন্মদিন পালিত হয়ে আসছে।



মন্তব্য চালু নেই