কর্তৃপক্ষের খোঁজ নেই : কলেজ ছাত্রীরাই পরিষ্কার করলেন ময়লা

রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করেন। কিন্তু পাশেই ময়লা স্তুপ থাকার কারণে দুর্গন্ধে নাকে কাপড় দিয়ে চলতে হয় পথচারীদের। অথচ তা পরিষ্কার করার কোন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। ফলে এর প্রতিবাদে ছাত্রীরাই এগিয়ে এলো।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রীরা বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে রাস্তার পাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেছেন।

সাতক্ষীরা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী রোকাইয়া ইসলাম রশ্নি বলেন, দুর্গন্ধের কারণে আমাদের একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে অন্যদিকে পরিবেশ দূষিত হচ্ছে। পৌরসভার অনেকে এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। কিন্তু যাওয়ার সময় তারা মুখে রুমাল দিয়ে বলেন, কি দুর্গন্ধ এ রাস্তা দিয়ে যাওয়া যায়। অথচ এটি পরিষ্কার করার কোনো উদ্যোগ গ্রহণ করেন না।

এ কারণে প্রতিবাদ জানিয়ে আমরা নিজেরাই পরিষ্কার করেছি। এ পরিষ্কার কাজে দ্বাদশ শ্রেণির ছাত্রী লাকি, আশা, জাকিয়াও অংশ নেন।

এ ব্যাপারে পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি বলেন, বিষয়টি আমার জানা ছিল না তবে দ্রুত ময়লা পরিষ্কারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য চালু নেই