কমছে রাতের তাপমাত্রা, শীতের আগমনধ্বনি

অগ্রহায়ণের প্রথম সপ্তাহ। কিন্তু প্রকৃতিতে বাজছে যেন শীতের আগমনধ্বনি। গ্রামাঞ্চলে অবশ্য এরইমধ্যে শীত পড়তে শুরু করেছে। সন্ধ্যা বা রাতে হেমন্তের শীত হালকা কামড় বসাতে শুরু করেছে ধীরে ধীরে। গাঙ্গেয় অববাহিকায় দেখা মিলছে কুয়াশার চাদর।

এখন রাজধানী ঢাকাসহ শহরাঞ্চলের প্রকৃতিতেও চলছে শীতের সাজ। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত কুয়াশার পাশাপাশি বাতাসে খানিকটা শীতলতা অনুভূত হচ্ছে দিনের বেলায়ও। সেজন্য চলছে হালকা কাঁথা খোঁজা এমনকি কম্বলসহ ভারী পোশাক নামানোর প্রস্তুতিও।

আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিনের মতো আগামী ৭২ ঘণ্টায়ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, একটি সুস্পষ্ট মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।



মন্তব্য চালু নেই