কবিরহাটে পাওয়ারটিলার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাটিবাহী পাওয়ার টিলারের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল আহাদ রাশেদ (২৫) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার উপজেলার বাটাইয়া ইউনিয়নের ওটারহাট-কাছারিহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাশেদ জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কুদ্দুস মঞ্জিলের হাজী আবদুল কুদ্দুসের ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার দুপুর দিকে কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের কাছারিহাট বাজার এলাকায় নিজের ফুফুর লাশ দাফন করে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন রাশেদ ও তার এক আত্মীয়। এসময় বাজার সংলগ্ন ওটারহাট-কাছারিহাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ার টিলারের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেদকে মৃত ঘোষণা করেন। অন্য আহত আরোহীকে ভর্তি করা হয়েছে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই