কনফারেন্সে অংশ নিতে মৌচাষী এবাদুল্যাহ আফজালের লন্ডন যাত্রা

সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান ও বাংলাদেশ মৌচাষী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবাদুল্লাহ আফজাল ২দিনের সফলে লন্ডন যাচ্ছেন। তিনি গণপ্রজাতান্ত্রী বাংলাদেশ সরকারের রপ্তানী ব্যুরোর পক্ষ থেকে আগামী ১৩/১৪ নভেম্বর লন্ডন ওয়ার্টার লিলি হোটেলের কনফারেন্সে অংশগ্রহন করবেন বলে জানা গেছে।
এবাদুল্লাহ আফজাল বাংলাদেশর বিভিন্ন এলাকা থেকে মধূ সংগ্রহ করে বিভিন্ন দেশে বিক্রয় করে বৈদেশীক মুদ্রা অর্জন করায় এবং তার সাফলতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। এ জন্য তিনি যাতে আরো অভিজ্ঞতা অর্জন করতে পারে সে জন্য তাকে লন্ডনের ওয়ার্টার লিলি হোটেলের ভিআইপি কনফারেন্সে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে পাঠানো হচ্ছে।
তিনি কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামের কৃতি সন্তান।
তিনি এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়াদিল্লি, চায়নার পোনা দেশে সফল করেছেন।
তার এ সাফলতার জন্য প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়াবাসী।
একই সাথে এবাদুল্যাহ আফজালের অভিনন্দন জানিয়ে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সর্বস্তরের মানুষ।



মন্তব্য চালু নেই