কক্সবাজারের অপহৃত ব্যবসায়ী পাবনায় উদ্ধার

পাবনার কাশিনাথপুর থেকে অপহৃত কক্সবাজারের ব্যবসায়ী আহম্মদ আলীকে (৩৪) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে উপজেলার মেসার্স আশা স্যানেটারি সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি শাহজাহান সরকারের ছেলে আব্দুল হাদী ও একই উপজেলার মরিচ পুরান এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফরিদুল ইসলামকে আটক করে র‌্যাব।

ব্যবসায়ী আহম্মদ কক্সবাজারের টেকনাফ উপজেলার ইসলামাবাদের মৃত হাজি আব্দুস সালামের ছেলে।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ব্যবসায়ীক কাজে আহম্মদ আলী পাবনার কাশিনাথপুরে আসেন। সেখানে অবস্থানকালে তাকে অপরহণ করে দুর্বৃত্তরা।
গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে র‌্যাবের একটি টিম বুধবার দুপুরে মেসার্স আশা স্যানেটারি সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকা থেকে অপহৃত আহম্মদ আলীকে উদ্ধার করা হয় এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়।

র‌্যাব ১২ পাবনা ক্যাম্পের এএসপি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই