‘ওরা কি টাকা পাবে, আমরাই তো ওদের কাছে টাকা পাবো’

বাংলাদেশের কাছে পাকিস্তানের ৭শ’ কোটি টাকা দাবিকে ভিত্তিহীন দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ওরা আমাদের কাছে কি টাকা পাবে, আমরাই তো ওদের কাছে টাকা পাই। একাত্তরের আগে আমাদের দেশের রফতানি ও বাণিজ্যের টাকা ওরা নিয়ে গেছে। যেহেতু আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ক্ষতিপূরণ দাবি করেছি, এটিকে কাউন্টার দেওয়ার জন্যই ওরা এ টাকা দাবি করেছে।’

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

নিউজিল্যান্ডে রাষ্ট্রদূতের সঙ্গে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘ নিউজিল্যান্ড বাংলাদেশের ভালো বাণিজ্যিক বন্ধু। নিউজিল্যান্ডে বাজারে বাংলাদেশের সব পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়। সেখানে আরও বাণিজ্যের সুযোগ আছে। দেশটি পৃথিবীর মধ্যে শান্তিপ্রিয় দেয় ও জনসংখ্যাও কম। সেখানে বাংলাদেশের পাশাক, ওষুধ ও চামড়াজাত পণ্যের বাজার রয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে বিনিয়োগ করলে তারা লাভবান হবে।’

এ সময় বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জহির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের কাছে প্রায় ৭০০ কোটি টাকা (৯.২১ বিলিয়ন পাকিস্তানি রূপি, ৬.৯২ বিলিয়ন বাংলাদেশি টাকা) টাকা পাওনা আছে দাবি করে তা ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক বিশেষ প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।



মন্তব্য চালু নেই