এসআই পদে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ২৬৪৫৭
পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষায় ২৬ হাজার ৪৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। আগামী ৭, ৮ ও ৯ আগস্ট তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যাচাই সাপেক্ষে এসআই পদে প্রাথমিক নিয়োগ পাবেন।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি নজরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে। এতে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের হস্তক্ষেপের সুযোগ নেই। প্রতারক বা দালালের খপ্পরে না পড়ের এসব প্রতারকদের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয় এতে।
গত ২৭ জুলাই এসআই পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই