এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ সম্পর্কে অজানা তথ্য

ভারতেই যে এমন ব্রিজ রয়েছে তা আমরা বহুজনেই জ্ঞানত মনে রাখিনি। অথচ, ভারতের এই ব্রিজ দেখতে দেশবিদেশ থেকে ছুটে আসেন বহু ভ্রমণার্থী। এক দুর্গম স্থানে থাকা ব্রিজের ইউএসপি তার চারপাশে থাকা নৈসর্গিক সৌন্দর্য।

জানেন এই ব্রিজটি কোথায়?
‘জুয়েল অফ হিমালয়ান কিংডম’। এই নামেই ডাকা হয় সিকিমের পেলিং টাউনের গা ঘেঁষে থাকা ‘সিংশোর ব্রিজ’-কে।
image (10)
ভূমি থেকে ৩২৮ ফিট উপরে থাকা এই ব্রিজটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য ২০০ মিটার। দেশের অন্যতম পুরনো ‘রোপ ব্রিজ’ এই ‘সিংশোর’।
সিংগালিলা পাহাড়ের উপর থাকা এই ব্রিজে যুক্ত হয়েছে হিমালয়ের কোলে থাকা দুই গ্রাম দেন্তাম এবং উত্তারে।
image (11)
২০০০ সালের শুরুতেই তৈরি করা হয়েছিল এই ব্রিজটি। এর চারপাশ জুড়ে রয়েছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্য। ব্রিজের তলায় রয়েছে সুগভীর সবুজে ভরা এক খাদ। যার সীমা চোখে মাপা কঠিন। একদিকে রয়েছে সুন্দর ঝরনা। আর যে দিকে চোখ যাবে সেদিকে সবুজ সমৃদ্ধ সুউচ্চ পাহাড়।
ফি বছর হাজারে হাজারে ভ্রমণার্থী ‘সিংশোর ব্রিজ’-এর নৈসর্গিক শোভা প্রত্যক্ষ করতে আসেন।



মন্তব্য চালু নেই