এলজিইডি এর অংশগ্রহণমূলক ক্ষুদ্রকার পানি সম্পদ সেক্টর প্রকল্প এর ত্রি বার্ষিক চুক্তি সাক্ষর

সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, শেখ হাসিনার সরকার বার বার ক্ষমতায় এলে মানুষ গৃহহীন থাকবেনা, অশিক্ষত থাকবে না,মানুষ ভালমন্দ খেয়ে পরে বেঁচে থাকবে। তিনি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান সরকার গরীব দুঃখি মানুষের সরকার, কৃষি বান্ধব সরকার।সরকার জলবদ্ধ এলাকার পানি নিস্কাষণ করে ব্যাপক ভাবে ফসল উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। আর তারই অংশ হিসেবে আজ আপনাদের এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তিনি রোববার বিকেলে এলজিইডি’র আওতাধীন অংশগ্রহণ মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেচ প্রকল্পের আওয়াতায় হাজীপুর উপ – প্রকল্পের ত্রি পাক্ষিক বাস্তবায়ন চুক্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে একথা বলেন।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ঐ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী এ এস এম শাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম,ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম, পাথরঘাটা হাজিপুর পানি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। সমিতির বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারন সম্পাদক অশোক কুমার দে।

সমাবেশ শুরুর আগে প্রকল্প বাস্তবায়নের ত্রি বার্ষিক চুক্তি স্বক্ষর করেন।



মন্তব্য চালু নেই