‘এরা ছিল দানব’

পঁচাত্তরের খুনিদের দানব বলে আখ্যায়িত করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেসবুকে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুকে জয় লিখেন, ‘হত্যা আর স্বজন হারানোর বেদনা আমার পরিবারের চেয়ে ভালো কেউ জানে না। ওরা শুধু একজনকেই (বঙ্গবন্ধু) হত্যা করেনি। খুনিরা আমার মামীদের, যাদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা, এবং শিশুদেরও রেহাই দেয়নি। ঠাণ্ডা মাথায় তারা আমার ১০ বছর বয়সি রাসেল মামাকেও হত্যা করেছিল। এরা ছিল দানব।’

প্রধানমন্ত্রীপুত্র আরো বলেন, ‘এই যখন অবস্থা, সেখানে ওই দিনের পত্রিকার দিকে তাকালে দেখবেন, কিছু লোক খুনিদের প্রশংসা পর্যন্ত করেছিল। নির্বাচনে আমার নানাকে হারাতে না পেরে তাকে স্বৈরাচার দাবি করেছিল তখনকার বিরোধিরা। এখন আমাদের সুশীল সমাজের কারো কারো কাছ থেকে বারবার একই কথা শোনা যাচ্ছে।’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাও তার স্ট্যাটাসে চলে আসে তার ওই লেখায়। তিনি লিখেন, ‘গণতন্ত্রের মানে এই না যে সবাই একবার একবার করে ক্ষমতায় আসবে কিংবা সংসদে সমান সংখ্যক আসন পাবে। গণতান্ত্রিকভাবে জয়ী হতে হলে আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের ভোট পেতে হবে। এই বিষয়টা সুশীল সমাজের কেউ কেউ ১৯৭৫ সালে পাত্তা দেয়নি। এবং এখনো সুশীল সমাজের কেউ কেউ বিষয়টা পাত্তা দিতে চায় না।’

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রসঙ্গে তিনি লিখেন, ‘এই ধরনের চিন্তাভাবনার পরিণতি কী হয় তা ইতিহাস দেখিয়েছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর যেখানে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ধুঁকেছে। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের দেশ দ্রুত উন্নতির পথে যেতে পারেনি। মাত্র ছয় বছরে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ১৫ আগস্টের হত্যাকাণ্ড না হলে আজ বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হতো।’



মন্তব্য চালু নেই