এমপি লিটনের বোনের গাড়িতে হামলা
দুর্বৃত্তের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ডি ডব্লিউ কলেজ মোড় এলাকায় অবস্থান করছিলেন আফরোজা। এ সময় মাতৃভাষা দিবস উপলক্ষে শহরে মিছিল করছিল থানা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখান থেকে কয়েকজন যুবক এসে হঠাৎ তার গাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আফরোজ বারীর গাড়িতে হামলা হয়েছে। এ সময় গাড়িতে তার স্বামীও ছিলেন। গাড়িতে কারা হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে আওয়ামী লীগের এমপি লিটনকে গুলি করা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মন্তব্য চালু নেই