সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচন

এমপি লিটনের বোনকে আ’লীগ মনোনীত প্রার্থী ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন উপ- নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন, পরিবারের সর্বসম্মত অভিভাবক, বিশিষ্ট শিল্পপতি ও আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক- মিসেস আফরুজা বারীকে আ’লীগের মনোনীত ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ মাস্টারপাড়াস্থ প্রয়াত এমপি লিটনের বাসভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আফরুজা বারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন- উপজেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। এসময় ছিলেন- উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাবুল, সাংগঠনিক সম্পাদক শামছুল হক সরকার, উপদেষ্টা সদস্য পরিষদের সদস্য আব্দুল মান্নান প্রামানিক ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তারাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকা, বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি জাবেদ আলী, চন্ডিপুর ইউনিয়ন আ’লীগের সহসভাপতি ছামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাসেল। মিজানুর রহমান লিখিত বক্তব্যে উল্লেখ্য করেন- উপজেলার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ দলকে সুসংহত রাখতে প্রয়াত সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের উত্তরসুরি হিসেবে তার বড় বোন আফরুজা বারীর বিকল্প নেই। মিসেস আফরুজা বারীকে আ’লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করা হলে তিনি আসন্ন উপ-নির্বাচনে বিপুল সংখ্যক ভোটে বিজয়ী হবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে আততায়ীদের গুলিতে গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। ফলে আসনটি শূন্য হওয়ায় আগামী ২২ মার্চ এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে মর্মে ইতোমধ্যে তফশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।



মন্তব্য চালু নেই