এমপিদের আচরণবিধি মানাতে স্পিকারকে ইসির চিঠি

জেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) যাতে আচরণবিধি মেনে চলেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শেরে বাংলা নগরে নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, ‘যেসব সংসদ সদস্য এখনো এলাকায় অবস্থান করছেন তাদের এলাকা থেকে সরে আসার জন্য কমিশন থেকে স্পিকারের কাছে চিঠি দেওয়া হয়েছে।

তিনি যেন যেসব সংসদ সদস্যরা আছেন তাদের নির্দেশ প্রদান করেন এলাকা ছেড়ে চলে আসেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা যেন এলাকা থেকে সরে আসেন। তারা (সংসদ সদস্যরা) সম্মানী ব্যক্তি এবং আত্মসম্মানী লোক আশা করি, তারা গুরুত্ব বুঝে এলাকা থেকে চলে আসবেন।’

তিনি আরো বলেন, ‘আমাদের কাছে অভিযোগ রয়েছে, এখনো অনেক সংসদ সদস্য এলাকায় অবস্থান করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। আইন প্রণয়নকারী সংস্থা অর্থাৎ পার্লামেন্টের মেম্বার হয়ে তারা বেআইনি কাজ করবেন এটা স্বাভাবিকভাবে আশা করা যায় না। তাই বলব, যেহেতু সংসদ সদস্যরা এ ভোটের সাথে সম্পৃক্ত না বা তারা ভোটের প্রচারণায়ও যেতে পারবেন না। তাই তাদের বলব, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপনারা এ দুই দিন এলাকায় থাকবেন না।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ‘এ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে নির্বাচনী মালামাল পৌঁছে দেওয়া হয়েছে।’

নিরাপত্তা সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা মূলত কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব। যেহেতু এখানে জনপ্রতিনিধিরা ভোট দেবেন তাই কেন্দ্রের বাইরে থেকে ভেতরের নিরাপত্তার দিকে গুরুত্ব দিচ্ছি আমরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে চলে গেছে। ভোটের দিন আরো যাবে।’

তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত ভোট কেন্দ্রে দেশের প্রথম জেলা পরিষদের নির্বাচনে ভোট দেবেন ভোটাররা।



মন্তব্য চালু নেই