এমআরপি ছাড়াই চলবে হজের রেজিস্ট্রেশন

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়াই হজ যাত্রীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি জানান, এই রেজিস্ট্রেশন করার জন্য আপাতত পাসপোর্টের ঘরটি ফাঁকা রাখবেন। যখনই পাসপোর্ট পাওয়া যাবে তখনই ওই ফরমটি এমআরপি পাসপোর্ট দিয়ে আপডেড করতে হবে। অর্থাৎ আপাতত এমআরপি ছাড়াই অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে হজ যাত্রীরা।

রোববার সচিবালয়ে হজ যাত্রী অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনকালে ধর্মমন্ত্রী এ কথা জানান।

মতিউর রহমান বলেন, ‘হজ যাত্রীদের দ্রুত এমআরপি পেতে যাতে অসুবিধা না হয় সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে অনুরোধ করবে ধর্ম মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ হতে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন সর্বমোট ১ লাখ ১ হাজার ৭৫৮ যাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আবর যেতে পারবেন।’

ধর্মমন্ত্রী বলেন, ‘সৌদি সরকার ইলেক্ট্রনিক হজ ব্যবস্থপনা চালু করেছেন। তাই এ বছর অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে এমআরপি পাসপোর্টও বাধ্যতামূলক করা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় গমন ইচ্ছুক উভয় প্যাকেজের হজ যাত্রীদের ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। সরকার নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি বা অনলাইনে নিবন্ধন করতে হবে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজ যাত্রীকে নিবন্ধন ফি বাবদ ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা জমা দিতে হবে ৫ ফেব্রুয়ারির মধ্যে। দু’প্যাকেজের যাত্রীদের প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ জুন।’

তিনি আরো বলেন, ‘প্যাকেজের সমস্ত টাকা বাদে কোরবানির জন্য প্রত্যেক হাজিকে কমপেক্ষ ১০ হাজার ৫শ টাকা নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।’



মন্তব্য চালু নেই