এবার সারাদেশে মাংস বিক্রি বন্ধের হুমকি

দাবি আদায় না হলে সারাদেশে মাংস বিক্রি বন্ধের হুমকি দিয়েছেন মাংস বিক্রেতারা। গাবতলী হাটের ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করছে এমন দাবিতে ছয়দিনের ধর্মঘট পালন করছেন ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতি।

ধর্মঘটের তৃতীয় দিন বুধবার রাজধানীর কাপ্তানবাজারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘আমাদের দাবি-দাওয়ার ব্যাপারে সরকারের কোনো পক্ষই এগিয়ে আসছে না। এ অবস্থায় আমরা আগামী শনিবার পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব। এরপরও দাবি আদায় না হলে সারাদেশে মাংস বিক্রি বন্ধ করে দেব।’

এ সময় মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু লিখিত বক্তব্যে বলেন, ‘ব্যবসায়ীদের সুবিধার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গরুর খাজনা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যাতে রাজধানীর মানুষ কম দামে মাংস খেতে পারে। কিন্তু প্রধানমন্ত্রীর এ নির্দেশ অমান্য করে গাবতলী হাটের ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করছে। আর এতে সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা সহায়তা করছে।’

বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়ার ফলে সিটি করপোরেশনের নির্ধারিত দামে মাংস বিক্রি করে পোষাচ্ছে না বলে দাবি করেন তিনি।

এ পরিস্থিতিতে বাধ্য হয়েই মাংস বিক্রি বন্ধ না করে দিয়েছে ব্যবসায়ীরা, বলেন গোলাম মর্তুজা।



মন্তব্য চালু নেই