এবার শীতবস্ত্র দিয়ে শীতার্তদের পাশে দাড়ালো সেই গার্মেন্ট কর্মী

সাতক্ষীরা সদর সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালীতে গরীব, অসহায় ও দরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। আর শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরন করেন হাওয়ালখালী গ্রামের মৃত সুজাউদ্দীনের পুত্র আলাউদ্দীন (২৫)। আলাউদ্দীন পেশায় একজন সামান্য গার্মেন্টস কর্মী। ঢাকার একটি সোয়েটার কারখানায় কাজ করে সে। তার সামান্য উপাজনে নিজের মা বোনের সংসার চালিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করেন সমাজসেবামূলক নানা কর্মকান্ড। অর্থনৈতিক ভাবে দরিদ্র হলেও মনের দিক থেকে ধনী আলাউদ্দীন গতকাল শুক্রুবার বিকালে হাওয়লখালীর মক্তব মোড়ে বস্ত্র বিতরন করেন আলাউদ্দীন। আলাউদ্দীন জানান প্রতি ২/৩ মাস পরপর ঢাকা হতে গ্রামের বাড়ীতে ফিরে শুরু করে তার মহৎ কর্ম। তার মহৎ কর্মগুলো হলো ঈদ পার্বনে গরীব অসহায় দরিদ্রের মাঝে সেমাই চিনি ক্রয় করে দেওয়া , গ্রীষ্মের প্রচন্ড তাপদহে মাঠে মাঠে তৃষ্ণার্ত কৃষকের সেলাইনের পানি খাওয়ানো, গরীব কৃষকদের হালকা কৃষি উপকরন ক্রয় করে দেওয়া , গরীব ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বই খাতা কলম ক্রয় করে দেওয়া, শিশুদের অধিকার নিয়ে কাজ করা , গ্রাম্য ডাক্তার নিয়ে ভ্রাম্যমান চিকিৎসার ব্যবস্থা করা সহ ছোট খাটো আরো নানান কর্মসূচী সম্পন্ন করে সাদা মনের মানুষ আলাউদ্দীন। তবে এ সকল কর্মসূচী সে নিজের জমানো অর্থ দিয়েই সম্পন্ন করে থাকে বলে জানান।“মানব সেবাই বড় ধর্ম” এ মতবাদ বিশ্বাসী হয়ে তিনি এ ধরনের কর্ম করে থাকেন।



মন্তব্য চালু নেই