ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা মাসকাট ফেরত ফ্লাইটের
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাসকাটগামী একটি ফ্লাইটের যাত্রীরা অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বোয়িং-৭৭৭ বিমানটির চাকা পাংচার হয়ে যায়। তবে এরপরও উড্ডয়ন করতে সক্ষম হয় বিমানটি।
এরপর ঘণ্টাখানেক আকাশে উড়ে জ্বালানি ফেলে দিয়ে ঝুঁকি নিয়ে আবার বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
এতে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ওই বিমানের যাত্রীরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য জানায়।
এদিকে সিভিল এভিয়েশন সূত্র জানিয়েছে, চলতি বছরের মে মাসেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাংলাদেশ বিমানের মাসকাটগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করেছিল কর্তৃপক্ষ।
মন্তব্য চালু নেই