এবার ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুকের মামলা
তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়েরের একদিন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আরাফাত সানির বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন নিজেকে এই ক্রিকেটারের স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা। এবারের মামলাটি তিনি করেছেন যৌতুক আইনে।
এদিকে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গতকালই আরাফাত সানিকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে যৌতুক আইনের মামলাটি করা হয়। আরাফাত সানির পাশাপাশি এ মামলায় তার মাকেও আসামি করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে আসামিকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।
মন্তব্য চালু নেই