এবারও বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাওরের কৃষকের স্বপ্ন

পাহাড়ি ঢলে এবারও বাঁধ ভেঙে পানি ঢুকছে নেত্রকোনার হাওরে। চারদিকে থই থই করছে ঢলের ঘোলা পানি। দু’দিন আগেও যেখানে দোলা খাচ্ছিল সোনালী ধানের শীষ, সেখানে এখন কোমর সমান পানি। প্রতিবারের মতো এবারও ঢলের পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন।

কৃষি অফিসের তথ্য মতে, এই পর্যন্ত জেলার হাওরগুলোর প্রায় ৩০ হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এ বছর জেলায় ১ লক্ষ ৮৪ হাজার ৩৮২ হেক্টর জমিতে বোরো আবাদ হলেও শুধু হাওর অঞ্চলেই আবাদ হয়েছিল ৪০ হাজার ৬২০ হেক্টর জমিতে।

গত রবিবার জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরহাইজদা ও কীর্ত্তণখোলা বাঁধ ভেঙে ডিঙ্গাপোতাসহ বিভিন্ন হাওরে দ্রুতবেগে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার পর্যন্ত মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন, বারহাট্টা উপজেলাসহ বিভিন্ন হাওরে আরো ১০ টি বাঁধ ভেঙে ক্ষতির পরিমান বেড়েই চলেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বাঁধ নির্মানে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড সময়মত এবং মানসম্পন্ন কাজ না করায় এর মাশুল দিতে হচ্ছে কৃষকদের। প্রতি বছর বাঁধ মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্ধ দেয়ার পরও অকাল বন্যায় বাঁধ ভাঙে আর পানিতে তলিয়ে যায় কৃষকের স্বপ্ন।



মন্তব্য চালু নেই