এখন ভিন্নভাবে পরিচালিত হবে ইসলামী ব্যাংক

অতীতে জামায়াতে ইসলামীর মাধ্যমে পরিচালিত হলেও সরকারি কিছু পদক্ষেপের কারণে ইসলামী ব্যাংক এখন ভিন্নভাবে পরিচালিত হবে। এমন ইংগিত দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যাংকটি এখন জনগণের কল্যাণে কাজ করবে। ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইসলামে জঙ্গিবাদ- সন্ত্রাসের স্থান নেই এই শিক্ষা প্রতিটি মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।

কোরআনের আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে প্রায় সাড়ে ৪ লাখ পবিত্র কোরআন। কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে সেই পবিত্র কোরআন তুলে দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় খতিব সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বক্তৃতায় প্রধানমন্ত্রী ইসলাম প্রচার ও প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে বলেন, বাংলাদেশে বিশ্ব ইজতেমার আয়োজন বঙ্গবন্ধুর অবদান।

ধর্মীয় শিক্ষার প্রসার, হজ্জ ব্যবস্থাপনা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়নের মতো বিভিন্ন কাজের উদাহরণ দেন প্রধানমন্ত্রী।

আগামীতে কেউ যেন নাশকতা ও অগ্নিসন্ত্রাস করতে না পারে সে ব্যাপারে সহযোগিতার হাত বাড়াতে আলেমদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই