এক সন্তানের প্রচারণায় দ্বিমত প্রধানমন্ত্রীর
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চালানো বর্তমান প্রচারণার স্লোগান-‘দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়।”
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখন আমাদের যে স্লোগানটা রয়েছে আমি তার সাথে দ্বিমত পোষণ করি। বলা আছে যে, ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’। আমি শেষের কথাটা বাদ দিতে চাই।”
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শেষের লাইনটি বাদ দিতে চাই এ কারণেই যে, যেসব দেশ এই ধরনের স্লোগান দিয়ে এগিয়েছে, এখন তারা ‘বৃদ্ধের রাষ্ট্র’ হিসেবে পরিচিতি পেয়েছে। তাদের তরুণ সমাজের দারুণ অভাব। কর্মক্ষম তরুণ সমাজ নেই।
“তারা আবার তাদের স্লোগান পরিবর্তন করে এক একটি পরিবার দুই-তিনটি সন্তান যেন নেয়, সেই প্রচেষ্টা চালাচ্ছে। কিছুদিন আগে দুটি দেশ (জাপান ও চীন) ঘুরেছি। সেখানেও প্রায় একই অবস্থা।”
আয়তনে ছোট হলেও জনসংখ্যার বিচারে পৃথিবীর অষ্টম বৃহত্তম রাষ্ট্র বাংলাদেশ, যেখানে সারা পৃথিবীর সোয়া দুই শতাংশেরও বেশি মানুষ বসবাস করে।
গত কয়েক দশক ধরেই জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বর্তমানে বাংলাদেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ, যা বিশ্বে বাংলাদেশের একটি সফল প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, “আমাদের জনসংখ্যা, সবাই মনে করে এটা আমাদের জন্য একটা বারডেন বা বোঝা। কিন্তু আমি তা মনে করি না। আমি মনে করি, আমরা যদি আমাদের জনসংখ্যার জন্য যদি সঠিকভাবে শিক্ষা-দীক্ষা ও স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট ‘অ্যাসেট’।
“শুধু তাই নয়, আমরা যখন বিনিয়োগের জন্য আহ্বান জানাই, বিনিয়েোগের সুযোগ-সুবিধার মাঝে এখন একটি লাইন যুক্ত হয়েছে, সেটা হলো-কর্মক্ষম তরুণ সমাজ, কর্মী। তার মানে যারা তরুণ এবং কর্মক্ষম তাদের অভাব এখন বিশ্বব্যাপী দেখা যাচ্ছে, সেই ধরনের ভালো কর্মী বাংলাদেশে পাওয়া যায়।”
প্রধানমন্ত্রী এসময় উপস্থিত মন্ত্রী এবং মন্ত্রনালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “সেজন্য আপনাদের অনুরোধ করবো শেষের লাইনটা বাদ দিয়ে আপনারা প্রচার চালান।”
এসময় তিনি অর্থনৈতিকভাবে দেশের স্বনির্ভরতার কথাও মনে করিয়ে দেন।
“অর্থনৈতিকভাবে আমরা এখন যথেষ্ঠ আত্মনির্ভরশীল। এখন খাবারের জন্য হাহাকার নেই। এখন দরকার পুষ্টি।”
সবজি, ফলমূলসহ বিভিন্ন সুষম খাদ্য গ্রহণে মানুষকে সচেতন করে তুলতে প্রচার চালানোর জন্যও এসময় সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয় পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহেদ মালিক।
অন্যরা এখন যা পড়ছেন
প্রভাবশালীদের কথায় পুলিশ চলে না
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রভাবশালী বলে কিছু নেই, বাংলাদেশ পুলিশ কারো কথায় চলে না,বিস্তারিত
এই পুলিশ দিয়ে আমরা কী করব?
রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ ও সমালোচনা করে জাতীয় মানবাধিকারবিস্তারিত
শবে বরাতে আতশবাজি নিষিদ্ধ
শান্তিপূর্ণভাবে পবিত্র শবে বরাত পালন নিশ্চিত করতে ওই রাতে রাজধানীতে আতশবাজি, পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকাবিস্তারিত
৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
বোরো মৌসুমের শুরুতে দেশের চাল ব্যবসায়ীদের কাছ থেকে ধান ও চাল কিনেছে সরকার। এবার বোরোবিস্তারিত
পারিবারিক কারণ দেখিয়ে ৫ দিনের ছুটিতে বনানী থানার ওসি
রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টিতে ডেকে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা চললেও ছুটিতেবিস্তারিত
বনানীতে ধর্ষণ মামলা: নাগালের বাইরে আসামিরা
রাজধানী ঢাকার বনানীতে রেইন ট্রি হোটেলের একটি কক্ষে অস্ত্র ঠেকিয়ে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে দায়েরবিস্তারিত
সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ শিক্ষার্থী আফরিদার অকাল মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী আফরিদা আহমেদ (২০) নিহত হয়েছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়বিস্তারিত
শাহ আমানতে ৬৫ লাখ টাকার সোনা জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ পিস সোনার বারসহ বেলাল হোসেন (৩৬) নামে একবিস্তারিত
বাসা ছেড়ে পালিয়েছে ‘ধর্ষক’ সাফাত
রাজধানীর বনানীতে দুই তরুণী ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদের গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবেবিস্তারিত
ফেইসবুক লাইভে আসছেন মেয়র আনিসুল হক
নগরবাসীর প্রত্যাশা, প্রাপ্তি এবং সম্ভাবনার কথা বলতে ফেইসবুক লাইভে আসছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি)বিস্তারিত
আমিরাতে ভিসা বিক্রির খপ্পরে বাংলাদেশি শ্রমিকরা
দীর্ঘদিন ধরে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এরপরও দেশটি থেকে আসাবিস্তারিত
‘ধর্ষণ মামলা করতে যাওয়া, ধর্ষিত হওয়ার শামিল’
‘ধর্ষণের মামলা করতে গিয়ে মনে হচ্ছিল আরও কয়েকবার ধর্ষিত হচ্ছি। পুলিশ বারবার একই ঘটনা (ধর্ষণের)বিস্তারিত
ড. ওয়াজেদ মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকী আজ
খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকীবিস্তারিত
‘প্রধান বিচারপতি কীভাবে বলেন আইনের শাসন নেই’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছেন, তিনি কীভাবে বললেন দেশে আইনের শাসন নেই। বিচারবিস্তারিত
রিকশা চালিয়ে ছেলেকে পুলিশের এএসপি বানালেন বাবা
নান্দু সরকার। বয়স ষাট ছুঁই ছুঁই। এখনও মধ্যরাতে রিকশা চালান। এক বুক স্বপ্ন তার, সেবিস্তারিত
মন্তব্য চালু নেই