‘একযুগের বেশি বিনাবিচারে কারাবন্দি ৭ জনকে কেন জামিন নয়’

একযুগের বেশি বিনাবিচারে কারাবন্দি সাতজনকে কেন জামিন দেওয়া হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ২৪ জানুয়ারি কারাবন্দিদের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন।বিনাবিচারে এ সব বন্দির বিষয়ে ৯ ডিসেম্বর বেসরকারি চ্যানেল টোয়েন্টিফোর একটি অনুসন্ধানি প্রতিবেদন প্রচার করে।

এ প্রতিবেদনটি আদালতের নজরে আনেন লিগ্যাল এইড সুপ্রিমকোর্ট শাখার পক্ষে আইনজীবী বেহেস্তী মারজান। এরপর আদালত এ আদেশ দেন।

কারাবন্দিরা হলেন— কুষ্টিয়ার রাসেল শেখ ১৩ বছর, ঢাকার বাড্ডার সাইদুর রহমান ১২ বছর, মতিঝিলের মাসুদ ১৪ বছর, কেরানীগঞ্জের রাজীব হোসেন ১৪ বছর, ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারুক ১৩ বছর, নেত্রকোনার কলমাকান্দার লিটন ১২ বছর, গাজীপুরের জয়দেবপুরের বাবু ১৪ বছর ধরে নিবা বিচারে কারাবন্দি রয়েছেন। তারা বর্তমানে গাজীপুরের কাশিমপুর পার্ট-২ কারাগারে রয়েছেন।



মন্তব্য চালু নেই