সাতক্ষীরার ৬টি বিওপির অভিযানে

একমাসে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার

গত এক মাসে সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৬টি বিওপির বিজিবি সদস্যরা ২ কোটি ৪৪ লাখ ২৯হাজার ৫’শ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করেছে। গত মে মাসে চোরাকারবারীদের ধাওয়া করে তাদের ফেলে যাওয়া এসকল পণ্য সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হলেও কেউ আটক হয়নি। বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা ৩৩লাখ টাকার, ঝাউডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ২৯লাখ টাকার, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ১ কোটি ৬০ লাখ ২৯ হাজার ৫’শ টাকার, সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরা বিওপির বিজিবি সদস্যরা ১৫লাখ টাকার, চন্দনপুর ইউনিয়নের হিজলদী বিওপির বিজিবি সদস্যরা ৬লাখ টাকার ও চান্দুড়িয়া বিওপির বিজিবি সদস্যরা ১লাখ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করে। তলুইগাছা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আ.রব, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার হুমায়ুন আহম্মেদ, মাদরা বিওপির নায়েব সুবেদার নাছির উদ্দীন, হিজলদী বিওপির নায়েব সুবেদার কামাল উদ্দীন ও চান্দুড়িয়া বিওপির নায়েব সুবেদার আহম্মেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই