‘একদিন বাবা নির্দোষ প্রমাণিত হবেনই’

‘একদিন না একদিন আমার বাবা নির্দোষ প্রমাণিত হবেন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

বুধবার সকালে আপিল বিভাগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় প্রদান করলে তিনি এই প্রতিক্রিয়া জানান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহালের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আমার বাবা নির্দোষ। একদিন না একদিন তা প্রমাণিত হবেই।’
গত ৭ জুলাই এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ (বুধবার) রায় ঘোষণা করা হয়। এর আগে গত ১ জুলাই রাষ্ট্রপক্ষ সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন।

২০১৩ সালের ১ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

সর্বমোট ১৭২ পৃষ্ঠার রায়ে তাকে এ শাস্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে আনীত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ ট্রাইব্যুনাল কর্তৃক প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৪টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তবে প্রমাণিত ৯টি অভিযোগের মধ্যে একটি অভিযোগে আপিল বিভাগে তাকে খালাস দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই