একটা লোকও নিরক্ষর থাকবে না : প্রধানমন্ত্রী

বাংলাদেশের একটা লোকও নিরক্ষর থাকবে না। কারণ দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতির প্রয়োজন। তাই কোনো ছেলে-মেয়ে যাতে লেখাপড়ার বাইরে থাকতে না পারে সে জন্য প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার শিক্ষামন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন। এ সময় শিক্ষামন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এমপিও ভুক্তির বিষয়ে তিনি বলেন, এ জন্য একটি নীতিমালা করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে এমপিওভুক্তি করতে হবে। শুধু তদবির করে এমপিওভুক্ত করলে চলবে না। দেখা যাচ্ছে যেখানে প্রয়োজন নেই সেখানে দেওয়া হচ্ছে, আর যেখানে প্রয়োজন সেখানে দেওয়া হচ্ছে না। তাই এ বিষয়ে সঠিক নীতিমালা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।



মন্তব্য চালু নেই