একজন ছাড়া সবার মনে শান্তি আছে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের সব মানুষের মনে সুখ আছে। শুধু একজনের মনে সুখ নাই। তিনি মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারেন।

বৃহস্পতিবার সিলেটে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি চায়। আর বিএনপি চায় অশান্তি। বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। সিলেটে ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপর বোমা হামলাসহ অনেক আওয়ামী লীগ নেতার ওপর বোমা হামলা করেছে তারা।

জঙ্গিবাদ সম্পর্কে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা সজাগ থাকবেন। আপনাদের কোনো ছেলে-মেয়ে যেন সস্ত্রাসী-জঙ্গিদের কাছে না যেতে পারে। যারা সন্ত্রাসী কার্যক্রম করবে দেশের মাটিতে তাদের জায়গা নাই।

তিনি বলেন, সমগ্র বাংলাদেশে ডিজিটাল টেলিফোনের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ। হাতে হাতে মোবাইল ফোন দিয়েছি আমরা।

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছি। ১২৩ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। এটা কোনো সরকার করতে পারেনি। ১ কোটি ২৮ লাখ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

প্রত্যেক উপজেলায় সরকারি কলেজ করা হবে: প্রধানমন্ত্রী



মন্তব্য চালু নেই