উপায় নেই গোলাম হোসেন

সরকারকে সতর্ক করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘উপায় নেই গোলাম হোসেন, ভ্যাট তুলে নিন। ছাত্রদের গায়ে হাত দিয়ে কোনো সরকারই গদিতে থাকতে পারেনি। জালিম শাহীর বুলেট ফুরিয়ে যাবে কিন্তু ছাত্র আন্দোলনের জোয়ার থামানো যাবে না।’

শনিবার বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাবে জাগপা ছাত্রলীগ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিউল আলম প্রধান বলেন, ‘৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনে গদিতে বসেই ওরা কসাইয়ের মত গণতন্ত্রকে হত্যা করেছে। স্বাধীন জাতির গলায় পরাধীনতার শিকল পরাতে চায় আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এরাই পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। ভ্যাট ও দমন নীতি চালিয়ে এখন ওরা প্রতিরোধ সংগ্রামের শেষ দূর্গ ছাত্রদের দাবিয়ে রাখতে চায়। অপরাজেয় ছাত্ররা রাস্তায় নামতে শুরু করেছে।’

শিক্ষা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় তিনি ছাত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাগপা সভাপতি বলেন, ‘৫২, ৬২, ৬৯, ৭১, ৭৪ ও ৯০ এর মত গর্জে ওঠো। তোমরাই স্বাধীনতা এনেছ। গোলামীর শেখল ভাঙার দায়িত্ব তোমাদের। মুক্তির পতাকা হাতে তুলে নাও।’

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. রুবেল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্র নেতা ও জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না।

এতে অন্যান্যের মধ্যে আরও ব্ক্তব্য দেন জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহজাহান খোকন, যুব জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু নাঈম প্রমুখ।



মন্তব্য চালু নেই