উন্নত শিক্ষায় বাংলাদেশ ১১৮তম

পুষ্টি ও মৌলিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেক উন্নতি করলেও বেশ কয়েকটি সূচকে অনেক পিছিয়ে আছে। উন্নত শিক্ষা সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৩টি দেশের মধ্যে ১১৮তম। সামাজিক অগ্রগতি সূচকে ১০১তম। আর মৌলিক মানবিক চাহিদা সূচকে বাংলাদেশ ১৩৩টি দেশের মধ্যে ৯৫তম স্থানে রয়েছে।

ফাউন্ডেশনস অব ওয়েলবিইং ডাইমেনশন এ জরিপটি পরিচালনা করে। মৌলিক শিক্ষা গ্রহণের সুযোগে বাংলাদেশের স্কোর সবচেয়ে বেশি কিন্তু পরিবেশ উন্নয়নে পেছনের দিকে। বাংলাদেশ ৬০.১৫ পয়েন্ট নিয়ে ১০১ অবস্থানে রয়েছে।

সুযোগের ক্ষেত্র (অপারচুনিটি ডাইমেনশন) বাংলাদেশের শক্ত অবস্থান হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা ও বাছাইয়ের ক্ষেত্রে। কিন্তু উন্নত শিক্ষা প্রাপ্তির জায়গায় (একসেস টু অ্যাডভান্সড এডুকেশন) যথেষ্ট পিছিয়ে। উন্নত শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশকে এগোতে হবে। কারণ ৩২.৫২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৮তম। শিক্ষাক্ষেত্রে সরকার বেশ পদক্ষেপ নিলেও সূচকে পেছনের দিকে অবস্থান বাংলাদেশের।

সামাজিক অগ্রগতি সূচক (সোশাল প্রোগ্রেস ইনডেক্স ডাইমেনশন) এ বাংলাদেশ ৫২.৭৩ পয়েন্ট নিয়ে ১০১তম স্থানে রয়েছে।

সূত্র : ইউএনবি



মন্তব্য চালু নেই