উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশের উদ্বেগ

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। গত ১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়া জাপান সাগরের পূর্ব দিক বরাবর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। জাতিসংঘের নিরাপত্তার পরিষদের তথ্য অনুযায়ী, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো অধিকার নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এ অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের স্বার্থে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর জন্য দেশটির প্রতি বাংলাদেশ সরকার আহ্বান জানাচ্ছে।



মন্তব্য চালু নেই