উত্তরে মিন্টু, দক্ষিণে আব্বাস!

সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামে দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর আলমের দলীয় সমর্থন নিশ্চিত হলেও ঢাকায় এখনো প্রার্থী নিশ্চিত করতে পারেনি বিএনপি। তবে শেষ মুহূর্তে এসে রাজধানীর দুই সিটি করপোরেশনে হেভিওয়েট প্রার্থীই দিচ্ছে দলটি। এ ব্যাপারে যেকোনো সময়ে দলের অবস্থান জানাবে বিএনপি।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঢাকা উত্তরে দলের সমর্থন পেতে যাচ্ছেন চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু আর দক্ষিণে দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। যদিও দক্ষিণে কাকে দলীয় সমর্থন দেওয়া হবে তা নিয়ে দ্বিধায় ছিল বিএনপির হাইকমান্ড। তবে শেষ পর্যন্ত আব্বাসের ওপরই আস্থা রাখছেন খালেদা জিয়া।

ইতিমধ্যে সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনজুর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিএনপি আনুষ্ঠানিকভাবে তাকে সমর্থনও দিয়েছে।

ঢাকা উত্তরে আব্দুল আউয়াল মিন্টু মনোনয়নপত্র নিয়েছেন। দক্ষিণে নিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, প্রাক্তন সদস্য সচিব আব্দুস সালাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও কারাবন্দি নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তবে বিএনপি এখানো আনুষ্ঠানিকভাবে কাউকে সমর্থন দেয়নি।



মন্তব্য চালু নেই