উচ্চ আদালতের নির্দেশনায় বুধবার ধান কাটবেন সাঁওতালরা
উচ্চ আদালতের নির্দেশে সাঁওতালরা আগামীকাল বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারে তাদের চাষকৃত ধান কাটা শুরু করবেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও চিনিকল কর্তৃপক্ষ রোপনকৃত ধান চাষ এলাকা পরিদর্শন করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
সাঁওতালরা খামারের ৪৫ দশমিক ৫ একর জমিতে ধান রোপন করেছিলো। এরমধ্যে ৩০ একর জমির ধান কাটার উপযোগী হওয়ায় এবং উচ্চ আদালতের নির্দেশ থাকায় ধান কাটা শুরু হবে। নির্বিঘ্নে যেন সাঁওতালরা ধান কাটতে পারেন সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, হাইকোর্ট সুযোগ রেখেছেন যদি তারা ধান কেটে নিতে চায় তাহলে সুগার মিল ধান কেটে তাদেরকে বুঝিয়ে দিবেন।
গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে ৩ সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।
মন্তব্য চালু নেই