হরতাল-অবরোধের ডাক দিয়ে

উখিয়ায় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মাঠে নেই

হরতাল-অবরোধের ডাক দিয়ে মাঠে নেই ২০ দলীয় জোট তথা জামায়াত-বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পক্ষান্তরে দূরপাল্ল¬ার অগণিত যাত্রী সাধারণ সহ মধ্যভিত্ত ও নিম্ন আয়ের শ্রমজীবি মানুষরা চরম দূভোর্গের শিকার হচ্ছে। দৈনিক রুজি রোজগারের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় বৃহত্তর জনসাধারণ হরতাল অবরোধ সমর্থিত নেতাকর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ ও থেমে থেমে হরতালের পূর্ব নির্ধারিত কোন কর্মসূচীকে উখিয়ায় জামায়াত বিএনপির নেতাকর্মীরা সক্রিয় নয়। উপরোন্তু গ্রেপ্তার আতংকে শীর্ষস্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মী সমর্থকরা পর্যন্ত অনেকটা নিষ্ক্রিয় বলে মনে করছেন সাধারণ জনগন। মাঝে মধ্যে জামায়াত-শিবিরপন্থী নেতাকর্মীরা মরিচ্যা ও থাইংখালীতে ঝটিকা মিছিল করলেও পুলিশ পৌঁছার আগেই তারা সটকে পড়তে দেখা যায়। এভাবে চলছে তাদের হরতাল-অবরোধ কর্মসূচী।

উপজেলার সচেতন মহলের দাবী টানা অবরোধ-হরতালে উখিয়ার জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রারাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর উপস্থিতি লক্ষণীয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ অবরোধ হরতালের অজুহাত তুলে পরিবহন শ্রমিকেরা ভাড়া তিনগুন বৃদ্ধি করায় নিত্যপণ্যের ওপর প্রভাব পড়েছে। উপজেলা সদরের ব্যবসায়ী সিরাজ সওদাগর, তপন বিশ্বাসসহ একাধিক ব্যবসায়ী জানান, স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম থেকে উখিয়া পর্যন্ত ১৮/২০ হাজার টাকা ভাড়ার স্থলে যানবাহন শ্রমিকেরা ৬০/৭০ হাজার টাকা ভাড়া আদায় করছে। ভাড়া বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম ঘন ঘন উঠানামা করছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। ব্যবসায়ীদের তথ্য মতে খুচরা বাজারে পণ্যের দাম বেড়ে গেলে মধ্যভিত্ত ও নিুআয়ের শ্রমজীবি মানুষের জন্য নাভিশ্বাসের কারণ হয়।

দায়সারা হরতাল-অবরোধের ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতি সাধারণ জনগণের সমর্থন নেই। কেননা এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীরা নির্বিঘেœ অংশগ্রহণ করতে না পারায় বৃহত্তর জনসাধারণ তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে। পাশাপাশি নামমাত্র অবরোধের কারণে সাধারণ মানুষ নির্বিঘেœ স্বাভাবিক জীবনযাত্রা অতিবাহিত করতে পারছে না বিধায় মানুষ এখন হরতাল-অবরোধকে ভাল চোখে দেখছে না। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধূরী জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর ধারাবাহিকতায় নেতাকর্মীরা হরতাল অবরোধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান জানান, হরতাল-অবরোধকারীদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ সবসময় সক্রিয় রয়েছে।



মন্তব্য চালু নেই