উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত

কক্সবাজারের উখিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেছে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ স্মৃতিময় এই গানের চরণগুলো সমবেত কণ্ঠে উচ্চারণ করে শুক্রবার রাত ১২টা ১ মিনিট বাজতেই শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ শুরু হয়। একে একে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রমজীবি মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস এর নেতৃত্বে প্রথমেই শহীদ মিনারে পুষ্পর্ঘ অর্পণ করেন। এর পর পর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক-পেশাজীবি সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান, যুবলীগ সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন, সাধারন সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, যবদল সভাপতি হামিদ হোসেন সাগর, সাধারণ সম্পাদক জামাল মাহমুদ, ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান খান এর নেতৃত্বে রাজনৈতিক নেতাকর্মী পুষ্পার্ঘ অর্পন শেষে সেই সব ভাষা শহীদদের স্মরণে সবাই দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এর পর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 



মন্তব্য চালু নেই