ইয়াবাসহ পৌর কাউন্সিলর ও তার স্ত্রী আটক

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুর রহমান শিপন, তার স্ত্রীসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। বুধবার ভোরে গাজীপুরের বাইমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২), তার স্ত্রী শ্যামলী (২৭) এবং গাড়িচালক মিনহাজ উদ্দিন (৪০)।

জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইলের চেকপোস্ট এলাকায় রাত সাড়ে ৩টার দিকে একটি টাঙ্গাইলগামী ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয়া হয়। সিগন্যাল ওভারটেক করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে গাড়িটি থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই ৩ জনকে আটক করা হয়।

আটক শহিদুর রহমান শিপন নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছে।



মন্তব্য চালু নেই