ইসি নিয়োগ ও শপথ স্থগিতে হাইকোর্টে রিট
সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে হাইকোর্টে।
রিটে নির্বাচন কমিশন নিয়োগের প্রজ্ঞাপন (নিয়োগ) বাতিল, সঙ্গে শপথ গ্রহণের বিষয়টি স্থগিত করতে বলা হয়েছে।
রোববার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। তিনি জানান, সরকারি চাকরি থেকে একবার অবসরে যাওয়ার পর আবারও অন্য কোনো পদে কেউ অধিষ্ঠিত হতে পারবেন না।
রিটে কেবিনেট সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট আট জনকে বিবাদী করা হয়েছে।
মন্তব্য চালু নেই