ইলিয়াস আলীও বিএনপির চক্রান্তের শিকার : মেনন

নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী তাঁর দলের ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের উদ্দেশে বলেছেন, ‘সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন, এবার ইলিয়াস আলীকে হাজির করেন।’

আজ শুক্রবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এক সম্মেলনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এ কথা বলেন। জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের ১১তম সম্মেলনে আজ প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সম্মেলনে মন্ত্রী মেনন বলেন, ‘খালেদা জিয়া আলটিমেটাম দিলেন যে এতদিনের মধ্যে সালাহ উদ্দিনকে হাজির করতে হবে। এখন দেখা গেল সরকারের তাঁকে হাজির করার প্রয়োজন হয় নাই। তিনি নিজেই হাজির হয়ে গেছেন। নিজেই এখন বলছেন তিনি বলতে পারেন না কীভাবে তিনি ভারতে গেলেন।’

রাশেদ খান মেনন বিএনপির উদ্দেশে বলেন, ‘সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন, এবার ইলিয়াস আলীকে হাজির করুন। কারণ দেখা যাবে ওই ইলিয়াস আলীও শেষ পর্যন্ত তাদেরই কোনো চক্রান্তের শিকার হয়েছেন অথবা তাদের চক্রান্তের ফসল হিসেবে তারা কাজ করছেন।’

রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি বলছে তারা সালাহ উদ্দিন সম্পর্কে পুরো না জেনে কোনো কথা বলবে না। আসলে কথা বলার কোনো মুখ তাদের নাই। তাদের চালাকি ধরা পড়ে গেছে দেশের মানুষ গুম ও খুনের বিরুদ্ধে।’

কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ডা. ওয়াজেদুল ইসলাম খান, সফিউদ্দিন আহমেদ, দিদারুল আলম চৌধুরী, আব্দুল মজিদ প্রমুখ।



মন্তব্য চালু নেই