ইরানের সর্বোচ্চ নেতাকে পবিত্র কুরআন উপহার দিলেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত (২৩শে মে) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাঙ্গে দেখা করেছেন। এ সময় মোদি, সর্বোচ্চ নেতাকে এক খণ্ড প্রাচীন কুরআন শরিফ উপহার দিয়েছেন।

ওই দিন দুপুরে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সাথে নরেন্দ্র মোদি দেখা করেছেনে। এসময় তিনি, এক খণ্ড প্রাচীন কুরআন শরীফ উপহার দিয়েছেন। হস্তলিখিত প্রাচী কুরআন শরিফটি সপ্তম শতাব্দীর অন্তর্গত।

কুফি বর্ণমালায় লিখিত ঐতিহাসিক ও অতি মূল্যবান কুরআন শরীফটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রামপুর শহরের ‘রামপুর রেজা’ লাইব্রেরীতে সংরক্ষিত ছিল।

ইরাকের কুফা শহর থেকে সপ্তম শতাব্দীতে কুফি বর্ণমালার উৎপত্তি হয় এবং আরবি বর্ণমালার মধ্যে এটি একটি প্রাচীনতম বর্ণমালা।

ইরানের প্রেসিডেন্টকেও নরেন্দ্র মোদির উপহার :
ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী, ইরানের প্রেসিডেন্টকে ফার্সি ভাষায় প্রিন্টকৃত মীর্জা গালিবের কবিতা গুচ্ছও উপহার দিয়েছেন।

ফার্সি ভাষায় লিখিত মীর্জা গালিবের কবিতা গুচ্ছ ১৩ই হিজরিতে লেখা হয়েছে। যা প্রায় ১১ হাজার লাইন সমৃদ্ধ।-ইকনা



মন্তব্য চালু নেই