ইরাক থেকে ফিরেছেন আরও ১৫ বাংলাদেশি

গৃহযুদ্ধে অশান্ত ইরাক থেকে দেশে ফিরেছেন আরও ১৫ বাংলাদেশি।

শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে এরাবিয়ান এয়ারলাইন্সের (জি-৯৫১৩) একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, এসব বাংলাদেশি ইরাকের ইরবিল বিমানবন্দরে আটক ছিলেন। ইরাকে চলমান গৃহযুদ্ধের কারণে স্থানীয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশিদের মসুল শহর থেকে ইরবিল বিমানবন্দরে পৌঁছে দেন। সেখানে তারা অসহায় অবস্থায় বাংলাদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন। ইরাক ও তুরস্কের বাংলাদেশ দূতাবাস তাদের ইরবিল বিমানবন্দরে নিরাপদ অবস্থান এবং বাংলাদেশে প্রত্যাবর্তনের লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করে।

উল্লেখ্য, সাম্প্রদায়িক যুদ্ধের কারণে ইরাকে অনেক বাংলাদেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে শতাধিক বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।



মন্তব্য চালু নেই