ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি শাখার ছাত্রশিবিরের সভাপতি গ্রেফতার
ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি শাখার ছাত্র শিবিরের সভাপতি ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একরজনা গ্রামের আব্দুল্লাহর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএসটি) শাখার ছাত্র শিবিরের সভাপতি ফারুক হোসেন নাশকতা মামলার আসামী হিসাবে পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আইএসটির সামনের রাস্তা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০ দলের ডাকা টানা হরতাল অবরোধ কর্শসুচি চলাকালে নাশকতা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মন্তব্য চালু নেই