ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্যগাড়ী গ্রামের মেনহাজ সর্দারের ছেলে নবাব আলী (৭৫), এবাদত আলীল ছেলে আমিরুল ইসলাম (৪৮), জোখা আলীর ছেলে জহির উদ্দিন (৮০) ও কোরবান আলীর ছেলে মোতালেব শাহ (৪০)।

সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, ২০০৬ সালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের উপরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই রঞ্জু বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ রায় দেয়া হয়।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেকের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।



মন্তব্য চালু নেই