আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় ৬ জনের ফাঁসি

আশুলিয়ায় ব্যাংক ডাকাতির মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে ৩ বছরের কারাদণ্ড ও অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ২৫ মে রাষ্ট্রপক্ষের এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, পলাশ ওরফে সোহেল রানা, মাহফুজুল ইসলাম ওরফে সুমন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উকিল হাসান।

মামলার রায় দুই আসামিকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন আবদুল বাতেন, শাজাহান জমাদ্দার। এ ছাড়া বাবুল সরদার, মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত।

বিচারকাজ চলাকালে মামলাটিতে চার্জশিটভুক্ত ৯৭ জন সাক্ষীর মধ্যে ৬৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতি হয়। ডাকাতি শেষে পালানোর সময় ডাকাতদের ছুরিকাঘাত ও গুলিতে ব্যাংকের কর্মচারীসহ আটজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করে গত বছরের ১ ডিসেম্বর অভিযোগপত্র দেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক দীপক কুমার সাহা।



মন্তব্য চালু নেই