আশুলিয়ায় কয়লা বোঝাই ট্রাক উল্টে ১জন নিহত

নিজস্ব প্রতিবেদক, (সাভার): সাভারের আশুলিয়ায় কয়লা বোঝাই ট্রাক উল্টে কয়লার নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে। পুলিশের ধারনা নিহত ব্যক্তি ট্রাকটির চালকের সহকারী ছিল। এছাড়া সড়কের উপর কয়লা পড়ে থাকায় যানচলাচলে ব্যহত হচ্ছে।

শুক্রবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উত্তরবঙ্গগামী একটি কয়লা বোঝাই ট্রাক নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় রোড বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কয়লার নিচে চাপা পড়ে একজন মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং সড়ক থেকে উল্টে যাওয়া ট্রাকটি সড়িয়ে নেয়। তবে কয়লা সড়কের উপর পড়ে থাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গগামী যানচলাচলে ব্যহত হচ্ছে। থেমে থেমে চলছে যানবাহনগুলো।

নিহত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া না গেলেও পুলিশের ধারনা সে ওই ট্রাকটির চালকের সহকারী ছিল।



মন্তব্য চালু নেই