আশুলিয়ায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আশুলিয়ায় ক্রিকেট খেলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নিহতসহ অন্তত ৩ জন আহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পলাশ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আশুলিয়ার পলাশবাড়ীতে আমার স্কুল সরকারীর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই দলের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায় এল.বি.ডাবিøউ (লেগ বিফোর উইকেট) আউট হওয়া সিদ্ধান্ত নিয়ে উভয় দলে মধ্যে বাক-বিতন্ডতা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতা-হাতির ঘটনার ঘটে।

এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বাতনটেক দলের ইয়াছিন নামে এক জনকে ষ্ট্যাম্প ও ইটের মাধ্যমে আঘাত করে প্রতিপক্ষের খেলোয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় সন্ধ্যা ৭ টায় ইয়াছিনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরো তিন জন আহত হলেও তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেরে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে রাজি হয়নি।
নিহত ইয়াছিনের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটায়ালী পাড়ায়। সে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতো।



মন্তব্য চালু নেই