আশা করছি অস্ট্রেলিয়া আসবে এবং খেলবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা মনে করছি অষ্ট্রেলিয়া আসবে এবং খেলবে। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। তাদেরকে ভিভিআইপি নিরাপত্তা দেয়া হবে।’

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘তারা নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হয়েছেন। আশা করি তারা ওপিনিয়ন চেঞ্জ করবে।’

এদিকে বৈঠক শেষে অস্ট্রেলিয়ান হাইকমিশনার জানিয়েছেন, বৈঠকের আলোচনার বিষয়বস্তু অস্ট্রেলিয়ান সরকার ও ক্রিকেট কর্তৃপক্ষকে জানানো হবে। তারপর বাংলাদেশে অস্ট্রেলীয় ক্রিকেট দল আসবে কী আসবে না সে ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।’

বৈঠকে শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছি। বাংলাদেশে ক্রিকেট খেলা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘টেরোরিস্ট অ্যাক্টিভিটিজের কারণে ক্রিকেট খেলা যাবে না, এটা ঠিক নয়।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টেরোরিস্টরা আক্রমণ করতে পারে এমন তথ্য তারা কোথা থেকে পেলো তা জানাতে অপরাগতা প্রকাশ করেছেন।’

তিনি বলেন, ‘আমরা তাদের যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যেন তারা খেলতে আসে অতিরিক্ত নিরাপত্তা চাইলেও তা তাদের দেয়া হবে।’

অস্ট্রেলিয়ান পর্যবেক্ষকরা কেন এসেছে -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা হয়তো জানতে এসেছে আমরা কি ধরনের নিরাপত্তা দেব।’



মন্তব্য চালু নেই