আর্মড পুলিশের সেই ইশতিয়াক পেলেন আইজিপি পদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকারী দুর্বৃত্তকে প্রথম বাধাদানকারী সেই পুলিশ কনেস্টবল ইশতিয়াক আহমেদ পেয়েছেন আইজিপি পদক।

বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে আইজিপি এ কে এম শহীদুল হক তার হাতে পদক ও সনদ তুলে দেন। ইশতিয়াক আহমেদ বিমানবন্দর আর্মড পুলিশে প্রায় সাড়ে ৫ বছর ধরে কর্মরত।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচ্ছন্ন কর্মীর পোশাক পরে এক দুর্বৃত্ত দ্বিতীয় তলায় বহির্গমন গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় এক আনসার কর্মী বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাহত করে। এতে তিনি নিহত হন। এ সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্য জীবনের ঝুঁকি নিয়ে তাকে প্রতিরোধ করেন। এর মধ্যে সন্মুখভাগে ছিলেন ইমতিয়াক আহমেদ। তিনিও দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহন হন। কিন্তু তিনি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিলেন।

ইশতিয়াক আহমেদের সাহসিকতায় এ বছর পুলিশ সপ্তাহে আইজিপি পদকে মনোনীত হন। বুধবার তার হাতে পদক তুলে দেয়া হয়।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালুঞ্জা গ্রামের আনোয়ার হোসেনের দুই ছেলের মধ্যে ইশতিয়াক আহমেদ বড়। ২০১০ সালে তিনি আর্মড পুলিশে যোগদান করেন। আর প্রশিক্ষণ শেষে শাহজালাল বিমানবন্দরে কর্মরত।



মন্তব্য চালু নেই