আরিফুলের হাইকোর্টে রিট, প্রস্তুতি বুলবুলেরও

সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও দায়িত্ব নেয়ার পর বরখাস্ত হওয়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেছেন। রিটে স্থানীয় সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে।

একই দিনে বরখাস্ত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলও রিট দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

সোমবার বিকেলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

মেয়র আরিফুলের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি সাংবাদিকদের বলেন, মেয়র আরিফুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

অন্যদিকে রাজশাহীর মেয়র বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে রিট দায়েরের প্রস্তুতি চলছে। সোমবারই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হবে।

প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর রোববার (২ এপ্রিল) উচ্চ আদালতের নির্দেশে আরিফুল ও বুলবুল মেয়রের দায়িত্ব নিতে নিজ নিজ নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই তারা ফের সাময়িকভাবে বরখাস্ত হন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অন্যদিকে একটি মামলায় বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।



মন্তব্য চালু নেই