আম আদমির নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন ও দিল্লির বিধানসভায় ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়ল। এএপির সংসদ সদস্য ও দিল্লির প্রাক্তন মন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে তার স্ত্রী গৃহসহিংসতা ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা ঠুকেছেন।

এনডিটিভি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

সোমনাথের স্ত্রী লিপিকা মিত্র দিল্লি নারী কমিশনে অভিযোগ দেওয়ার পর পুলিশ তা আমলে নিয়েছে। নারী কমিশনের আইনজীবী জানিয়েছেন, আগামী ২৬ জুনের আগেই সোমনাথকে আদালতের সামনে হাজির হতে হবে।

২৬ পৃষ্ঠার অভিযোগে লিপিকা মিত্র বলেছেন, ‘২০১০ সালে সোমনাথের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে তার স্বামী সোমনাথ। অর্থনৈতিকভাবে বিভিন্ন কায়দায় তাকে বঞ্চিত করা করা হচ্ছে।’

লিপিকা আরো জানান, সাত মাস গর্ভাবস্থায় তার ওপর কুকুর লেলিয়ে দেয় তার স্বামী। এ ছাড়া জীবন যাপনের জন্য পর্যাপ্ত অর্থকড়িও দেওয়া হয় না তাকে।

এই অবস্থায় মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশায় সোমনাথকে ছেড়ে বাঁচতে চান লিপিকা। সন্তানকে নিয়ে মানুষের মতো বেঁচে থাকতে তালাক চেয়ে নারী কমিশনের কাছে আবেদনও করেছেন লিপিকা।



মন্তব্য চালু নেই